Home / উপজেলা সংবাদ / হাইমচর / শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে হাইমচর ছাত্রলীগের বিক্ষোভ
শিক্ষামন্ত্রীর

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে হাইমচর ছাত্রলীগের বিক্ষোভ

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুর সদর ও হাইমচরের উন্নয়নের রুপকার শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা.দীপু মনি এমপি’র বিরুদ্ধে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতিসহ বিভিন্ন ব্যক্তি কর্তৃক ষড়যন্ত্র ও বিভ্রান্তমূলক বক্তব্য, সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমে অসত্য, বানোয়াট, কুরুচিপূর্ণ মন্তব্য ও বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে হাইমচর উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ সাইফুল ইসলাম সোহাগ এর নেতৃত্বে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় আলগী বাজার হাইমচর উপজেলার ৬ ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ আলগী বাজারে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

প্রতিবাদ সমাবেশে হাইমচর উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ সাইফুল ইসলাম সোহাগ তিনি বলেন, ডা.দীপু মনি এমপি শুধু চাঁদপুরেরই গর্ব নয়, তিনি বাংলাদেশের একজন সৎ ও নিষ্ঠাবান নেতা। তিনি প্রধানমন্ত্রীর বিশ্বস্ত হাতিয়ার। এছাড়া চাঁদপুরের রাজনীতিতে ডা. দীপু মনি এমপি একজন অভিভাবক।

বক্তারা আরো বলেন, যেহেতু চাঁদপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহন চূড়ান্ত হয়নি, শিক্ষামন্ত্রী ও তার পরিবারের কোন সদস্যের নামে দলিল নেই সেখানে কিভাবে তারা দুর্নীতি করবেন? তাছাড়া ভূমি গ্রহনতো তার কোন বিষয় নয়। জেলা প্রশাসনের বিষয়। তাই জেলা আওয়ামী লীগের সভাপতির মিথ্যা বানায়াট ও কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে জনসম্মুখ্যে উক্ত বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবী জানাচ্ছি। তা না হলে আমরা রাজ পথে নামতে বাধ্য হবো।

উক্ত মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ সাবেক নেতা সুলতান ঢালী, উপজেলা ছাত্রলীগের নেতা আলাউদ্দিন পাটওয়ারী, রাব্বি, নয়ন পাটওয়ারী, ইমরান,মাঈনুদ্দিন, রাশেদ কবিরাজ, পারবেজ শিকদারসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

প্রতিবেদক: বিএম ইসমাইল, ১ ফেব্রুয়ারি ২০২২