Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / শিক্ষাবিদ এ.টি আহমেদ হোসাইন রুশদীর মৃত্যুবার্ষিকী সোমবার
শিক্ষাবিদ এ.টি আহমেদ হোসাইন রুশদীর মৃত্যুবার্ষিকী সোমবার

শিক্ষাবিদ এ.টি আহমেদ হোসাইন রুশদীর মৃত্যুবার্ষিকী সোমবার

চাঁদপুর জেলার কৃতি সন্তান শাহতলী নিবাসী বিশিষ্ট শিক্ষাবিদ বহু প্রতিষ্ঠানের রুপকার শাহতলী জিলানী চিশতী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম মাওলানা এ টি আহমেদ হোসাইন রুশদীর সোমবার (২০ জুন) ৪১ তম মৃত্যুবার্ষিকী।

১৯৭৫ সালের এই দিনে ঢাকার হ্যালি ফ্যামেলি হাসপাতালের তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দেশবরেণ্য এ শিক্ষাবিদের মৃত্যুবাষিকী উপলক্ষ সোমবার সকাল ১০টায় শাহ্তলী জিলানী চিশ্তী কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যৌথভাবে বিস্তারিত কর্মসূিচ গ্রহণ করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে মরহুমের কবর জিয়ারত, প্রতিষ্ঠানে মিলাদ মাহফিল, স্মরণসভা, চাঁদপুরের স্থানীয় দৈনিক পত্রিকাগুলোতে ক্রোড়পত্র প্রকাশ।

মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী এজিবিতে উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে চাকরি করেছেন। শিক্ষা প্রসারে নিজের বহু অর্থ সম্পদ ও জমি দান করেছিলেন।

তিনি শাহতলী কামিল মাদ্রাসা, শাহতলী জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়, উত্তর শাহ্তলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়, ২৯ নং উত্তর শাহ্তলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩০নং মধ্য শাহ্তলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ,হাফানিয়া রুশদী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেছেন।

শিক্ষা বিস্তারে অবদান রাখায় ওইসময় সরকার তাকে গোল্ড মেডেল ও রুশদী উপাধিতে ভূষিত করেন।

প্রসঙ্গত, শিক্ষাবিদ মরহুম মাওলানা এ. টি. আহমেদ হোসাইন রুশদী চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদীর দাদা।

: আপডেট, বাংলাদেশ সময় ০৬:০০ পিএম, ১৯ জুন ২০১৬, রোববার
ডিএইচ

Leave a Reply