চাঁদপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি চাঁদপুর জেলা শাখার আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়।
বিকাল ৩ টায় হলরুমে আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড.কর্ণেল অবঃপ্রাপ্ত মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডিএন উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মোহাম্মদ হোসেনের সঞ্চালয়নায় অনুষ্ঠিত হয়।
করোনাকালীন মহামারিতে ইউনেস্ক নির্ধারিত প্রতিপাদ্য বিষয় ছিল ‘শিক্ষা পুনরুদ্ধারের কেন্দ্রবিন্দুতে শিক্ষক’ এ বিষয়ে আলোকপাত করা হয়।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি, চাঁদপুর জেলা শাখার সভাপতি ও গণি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো.আব্বাস উদ্দিন।
বক্তব্য দেন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.রেজাউল করিম,দাসাদী উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক শফিকুর রহমান,আল আমিন একাডেমির ছাত্রী শাখার ইনচার্জ নাছরীন পারভীন ও সহকারী প্রধানশিক্ষক ওবায়দুর রহমান,সহকারী শিক্ষক সম্ভুনাথ,মো.ইসমাইল হোসেন ও মো.তাজুল ইসলাম প্রমুখ ।
এ দিবসটি শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্যেই পালন করা হয়। পৃথিবীর সব দেশের সমাজের কাজে শিক্ষক দিবসটি অত্যন্ত গৌরব ও মর্যাদার বিষয় ।
ইউনেস্কোর মতে,বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়। বিশ্বের ১শ’৪১ টি দেশের এ দিবসটি পালিত হয়ে থাকে।
এ দিবসটি পালনে এডুকেশন ইন্টারন্যাশনাল ও তার সহযোগী ৪শ’ ১টি সদস্য সংগঠন মূল ভূমিকা রাখে।এ সংগঠনটি বিশ্বের ৩ কোটি ২০ লাখ সদস্যের প্রতিনিধিত্ব করে।
দিবসটি উপলক্ষে ইআই প্রতি বছর একটি প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করে থাকে যা জনসচেতনতা বৃদ্ধির সাথে সাথে শিক্ষকতা পেশার অবদানকেও স্মরণ করিয়ে দেয়। দিবসটি পালনের জন্য সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন কর্মসূচি গ্রহণ করেছে। বাংলাদেশের বিভিন্ন শিক্ষক সংগঠন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করবে।
আন্তর্জাতিক এ সংগঠনটি জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলো কর্তৃক প্রণীত দলিলটি যথাযথ বাস্তবায়নের ব্যবস্থা করার অর্থবহ উদ্যোগ গ্রহণের পরিপ্রেক্ষিতে ১৯৯৪ সালে ইউনেস্কোর ২৬তম অধিবেশনের গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে ইউনেস্কোর তৎকালীন মহাপরিচালক ড.ফ্রেডারিক এম মেয়রের ঘোষণার মাধ্যমে ৫ অক্টোবর ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালনের শুভ সূচনা হয়।
১৯৯৪ সালের পর থেকে বাংলাদেশসহ পৃথিবীর অনেক দেশেই যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়ে আসছে। শিক্ষকদের অধিকার ও মর্যাদা সম্পর্কিত সাফল্যকে সমুন্নত রাখাসহ আরো সম্প্রসারিত করার লক্ষ্যে ১৯৯৫ সালের ৫ অক্টোবর থেকে বর্তমানে বিশ্বের ১ শ’ ৪১টি দেশে এ দিবসটি পালিত হচ্ছে।
আলোচনা সভায় করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের শিক্ষার মান ফিরিয়ে আনা ও পুনরুদ্ধারসহ শিক্ষকদের বিভিন্ন দাবি ও নানা বিষয়ে আলোচনা করা হয়।
সিনিয়র করেসপন্ডেন্ট, ৫ অক্টোবর ২০২১
এজি