Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ার অবৈধ ড্রেজার বালু উত্তোলন, ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষক
ড্রেজার

কচুয়ার অবৈধ ড্রেজার বালু উত্তোলন, ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষক

চাঁদপুরের কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে গত কয়েক মাসে উপজেলা প্রশাসনের কঠোর নজরদারিতে অবৈধ ড্রেজার মেশিনে বালু ব্যবসায়ীদের উৎপাত অনেকটা বন্ধ থাকলেও থেমে নেই ২নং পাথৈর ইউনিয়নে ড্রেজারে বালু উত্তোলন।

পাথৈর ইউনিয়নের হাটমুড়া ও চেলাকান্দা এলাকায় রাস্তা থেকে বিলের মাঝ পথে সুকৌশলে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনে মহোৎসবে মেতেছে একটি মহল। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ওই বিশেষ মহলটি লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। প্রশাসন মাঝে মাঝে হানা দিলেও স্থানীয় একটি প্রভাবশালী মহলকে ম্যানেজ করে বিলের মাঝে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে যাচ্ছে।

সরেজমিনে জানা গেছে, হাটমুড়া গ্রাম সংলগ্ন বিলে একই গ্রামের আলমাছ মিয়া ৩০ শতাংশ জায়গা ক্রয় করে শুয়ারুল গ্রামের ড্রেজার ব্যবসায়ী কাচ্চা মিয়া ও আবু তাহেরের মাধ্যমে হাটুমড়া গ্রামে নাছির মেম্বার ও বারৈয়ারা গ্রামের গিয়াস উদ্দিন ও জাকির হোসেনসহ অন্যান্যদের বাড়ি ভরাট করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। এমতাবস্থায় অবৈধ এ বালুর সিন্ডিকেট ব্যবসা বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে নিরীহ কৃষক ও এলাকাবাসী।

এব্যাপারে পাথৈর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো.তাফাজ্জল হোসেন চাঁদপুর টাইমসকে বলেন, আমার ইউনিয়নে সকল অবৈধ ড্রেজার মেশিন বন্ধ করতে ড্রেজার মালিকদের নোটিশ দেয়া হয়েছে। বন্ধ না করলে প্রশাসনের সহযোগিতায় অচিরেই তা উচ্ছেদ করা হবে।

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ণ দাস শুভ চাঁদপুর টাইমসকে বলেন, ড্রেজারে বালু উত্তোলন অবৈধ। আমরা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে জরিমানা ও তা বন্ধ করে দিচ্ছি এবং এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৫ অক্টোবর ২০২১