Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজে ৪ শিক্ষকের যোগদান
শিক্ষকের

শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজে ৪ শিক্ষকের যোগদান

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়নকৃত এনটিআরসিএ এর নিয়োগপ্রাপ্ত চার শিক্ষক যোগদান করেছেন। তারমধ্যে স্কুল পর্যায়ে ৩ জন ও কলেজে ১ জন।

৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে তারা শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শরীফ উল্লাহর কাছে নতুন শিক্ষক হিসেবে যোগদান করেন। এসময় বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি মোঃ হারুন-অর-রশিদ,স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শরীফ উল্লাহ যোগদানকারী ৪ শিক্ষকদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরন করে নেন। নতুন এ ৪ শিক্ষক যোগদান করায় স্কুলটির পড়াশুনায় আরো গতি আসবে। শিক্ষকরা আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করবেন বলেও আশা প্রকাশ করেন বিদ্যালয়ের সভাপতি। ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানের ঐতিহ্য ধরে রাখতে

নতুন যোগদান করা তিন শিক্ষকরা হলেন- ফরিদা ইয়াছমিন সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান, নাজমুন নাহার সহকারী শিক্ষক গণিত, রাশেদুল ইসলাম,সহকারী শিক্ষক কৃষি ও কলেজ পর্যায়ে মোঃ মামুনুর রশিদ প্রভাষক ইংরেজী। এদিকে করোনা ভাইরাসের বিস্তাররোধে স্কুল-কলেজের চলমান ছুটি আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করেছে সরকার। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে গত ২১ জানুয়ারি থেকে স্কুল-কলেজ ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছিলো।

মহামারি করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনলাইনে নিয়মিতভাবে পাঠদান কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে উপজেলার শরীফ উল্লাহ স্কুল এন্ড কলেজটির শিক্ষাকার্যক্রম। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) অত্র প্রতিষ্ঠানে গিয়ে অনলাইনের ক্লাশটি চোখে পড়ে। এ বিষয়ে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ শরীফ উল্লাহ বলেন মহামারি করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও আমাদের অনলাইনে ক্লাম চলছে নিয়মিতভাবে। কোনো অবস্থাতেই শিক্ষার্থীদের পিছিয়ে পড়া চলবে না। তাই আমরা অনলাইনে ক্লাশ চালিয়ে যাচ্ছি। তারপর আবার আমরা শিক্ষার্থীদের সাথে যোগাযোগ রাখছি।

নিজস্ব প্রতিবেদক