শান্তির দেশ হিসেবে পরিচিত সুইজারল্যান্ডের ডেভোস শহরে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ৪৮তম সম্মেলন। প্রতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হয় চার দিনব্যাপী এ সম্মেলন। এবারে সেখানে অতিথি হিসেবে অংশ নিয়েছেন বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
এ সম্মেলনটিতে যোগ দিয়ে থাকেন বিশ্বের বরেণ্য ব্যক্তিরা। এবারের সম্মেলনের সবচেয়ে বড় চমক ছিল বলিউড বাদশা শাহরুখ খানের ক্রিস্টাল পদক জয় করা। নারী ও শিশুদের অধিকার রক্ষায় কাজ করার জন্যে পুরস্কারটি দেয়া হয়েছে তাকে।
তারকা শাহরুখ অনেকেরই প্রিয় অভিনেতা। একজন মেন্টর হিসেবেও রয়েছে তার খ্যাতি। নানা অঙ্গনের খ্যাতিমান ব্যক্তিরাও তাকে কাছে পেলে সেলফি তুলতে ভুল করেন না। তেমনি প্রিয় অভিনেতাকে সামনে পেয়ে তাকে নিয়ে সেলফিতে বন্দি হলেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
শাহরুখ খানের সঙ্গে তোলা ছবিটি ব্যক্তিগত অফিশিয়াল ফেসবুক পেজ থেকে শেয়ারও দিয়েছেন পলক। তার ক্যাপশানে লিখেছেন, ‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে প্রিয় অভিনেতার সাথে’।
ছবিটি এরই মধ্যে নজরে এসেছে বাংলাদেশি ও ভারতীয়দের। অনেকে শেয়ার করছেন, লিখছেন নানা রকম মন্তব্যও।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৫: ২০ পিএম, ২৩ জানুয়ারি ২০১৮, মঙ্গলবার
এএস
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur