Home / তথ্য প্রযুক্তি / ফেসবুকে আর মিলবে না নিউজ আপডেট!
ফেসবুকে আর মিলবে না নিউজ আপডেট!

ফেসবুকে আর মিলবে না নিউজ আপডেট!

বড় ধরণের বদল আনতে চলেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। সম্প্রতি ফেসবুকের তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে যে আগামী দিনে ফেসবুক ব্যবহারকারীদের পেজে বন্ধুদের পোস্ট, লাইক ও কমেন্টকে বেশি গুরুত্ব দেওয়া হবে। বর্তমানে সকলের পেজেই বিভিন্ন সংবাদ সংস্থার খবর ও ভিডিও আসতে থাকে। তবে বন্ধুদের পোস্টকেই এবার থেকে সংস্থার পোস্টের থেকে প্রাধান্য দেওয়া হবে।

নতুন পরিবর্তনের ফলে ফেসবুকের নিউজ ফিডে ব্যবসাপ্রতিষ্ঠান, ব্র্যান্ড ও মিডিয়ার পোস্ট আরও কম গুরুত্ব পাবে।

এর জেরে এবার থেকে নিউজ আর আপনার পেজে আসবে না যদি না আপনার কোনও বন্ধু সেটি শেয়ার করে থাকে বা আপনাকে ট্যাগ করে থাকে বা তাতে কোনও কমেন্ট করে থাকে।

তবে বিজ্ঞাপণের উপর কোনও প্রভাব পড়বে না। আপনি চান কী না চান, সেটি আপনার জন্য প্রাসঙ্গিক হোক বা না হোক বিজ্ঞাপণ আপনার পেজে আসতেই থাকবে।

জুকারবার্গ জানিয়েছেন মানুষকে একের অপরের আরও কাছে আনাই ছিল ফেসবুকের মূল উদ্দেশ্য। কিন্তু ব্যবসাপ্রতিষ্ঠান, ব্র্যান্ড ও মিডিয়া হাউসগুলি সেটি তাদের ব্যবসার জন্য ব্যবহার করে থাকছিল।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৫: ০০ পিএম, ২৩ জানুয়ারি ২০১৮, মঙ্গলবার
এএস