শাহরুখকে কাছে পাওয়ার জন্য তার ভক্তরা কতো কিছুই না করেন। তার অটোগ্রাফ রেখে দেন অনেক যত্নে। এমনকি বলিউড বাদশার পরিবারের সঙ্গে সামান্যও পরিচয় আছে যার তিনিও নিজেকে শাহরুখের ঘনিষ্ঠ বলে জনসমক্ষে গর্ব করে বেড়ান।
এমনকি প্রিয় তারকা শাহরুখ খানের সঙ্গে প্রথমবার কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন সানি লিওন। বলিউড জার্নিতে বলিউড বাদশার সঙ্গে স্ক্রিন শেয়ার করা তার কাছে যে স্বপ্নের মতো। আর সেই কাজটাই করতে গিয়ে বোকার মতো আচরণ করেছিলেন সানি লিওন! কেঁদে ফেলেন শাহরুখ খানকে দেখে।
শাহরুখ খানকে নিয়ে কতোই না মাতামাতি। অথচ এই সুপারস্টারের ছেলে আরিয়ান নাকি সমাজে নিজেকে শাহরুখের ছেলে বলে কিছুতেই পরিচয় দিতে চান না। আর এ কথাটা জানিয়েছেন শাহরুখ নিজেই।
নিজের নতুন ছবি ‘ফ্যান’র প্রচারে এসে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন শাহরুখ খান। সেখানেই এক প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আরিয়ান নিজেকে আমার সন্তান বলে স্বীকার করতে চায় না, কারণ ও চায় না যে শাহরুখ খানের ছেলে হিসেবে ওকে কেউ অন্য চোখে দেখুক। এ কারণেই ওকে বিদেশে পড়তে পাঠিয়েছিলাম, যাতে ও একটা স্বাভাবিক শৈশব যাপন করতে পারে।’
: আপডেট ৪:০০ পিএম, ১৪ এপ্রিল ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur