চাঁদপুর শাহরাস্তিতে থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আবদুল মানান ও নবাগত পুলিশ পরিদর্শক মোঃ মোর্শেদ আলম ভূইয়া এর সাথে উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ৭ ডিসেম্বর সোমবার থানার মিলনায়তনে মতবিনিময় করেন।
সভায় থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল মান্নান বলেন, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, জঙ্গিবাদ, ব্যভিচার, চুরি, ও সমাজের বিভিন্ন অসংগতি রোধ কল্পে, পুলিশকে সহযোগিতার করার জন্য অনুরোধ করেন উপস্থিত চেয়ারম্যানদের প্রতি। এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ তোফায়েল আহমেদ ইরান, সুচিপাড়া উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মজুমদার, টামটা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ওমর ফারুক দর্জি, রায়শ্রী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম পাটোয়ারী লিটন, রায়শ্রী দক্ষিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু হানিফ, টামটা দক্ষিন ইউপি চেয়ারম্যান মোঃ জহিরুল আলম ভূইয়া মানিক, সুচিপাড়া দক্ষিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুর রশিদ, চিতোষী পর্শ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জোবায়েদ কবির বাহাদুর।
মেহের উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনির হোসেন, মেহের দক্ষিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, মতবিনিময় কালে চেয়ারম্যান গন বলেন গ্রাম আদালতে কেউ বাদী হয়ে অভিযোগ করলে বি-বাদী গ্রাম আদালতে হাজির না হয়ে থানায় এসে বাদীর বিরুদ্ধে মামলা করে দেয়।
নবাগত অফিসার ইনচার্জ মোঃ আবদুল মানান বলেন যাদের বিরুদ্ধে গ্রাম আদালতে অভিযোগ থাকে অথচ তারা হাজির হচ্ছেন না, তাদের বিরুদ্ধে থানায় প্রতিবেদন পাঠিয়ে দিবেন।
প্রতিবেদক:মো.জামাল হোসেন,৯ ডিসেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur