Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তি জামায়াতের সাবেক আমীর মোবারক মাস্টারের দাফন সম্পন্ন
শাহরাস্তি জামায়াতের সাবেক আমীর মোবারক মাস্টারের দাফন সম্পন্ন

শাহরাস্তি জামায়াতের সাবেক আমীর মোবারক মাস্টারের দাফন সম্পন্ন

বাংলাদেশ জামায়াত ইসলামী শাহরাস্তি উপজেলার সাবেক আমীর ও বলশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মোবারক হোসেন ইন্তেকাল করেছেন।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বাদ জোহর মরহুমের পৈত্রিক নিবাস শাহরাস্তি উপজেলার করবা মুন্সিবাড়িতে জানাজা শেষে তাকে সমাহিত করা হয়।

এর আগে তিনি সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১১ টায় বাধর্ক্যজনিত রোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না…রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর, তিনি স্ত্রী, ২ মেয়ে, ৪ ছেলে, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

এদিকে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চাঁদপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওঃ আব্দুর রহিম, নায়েবে আমীর অধ্যক্ষ মাহবুবুর রহমান, শাহরাস্তি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওঃ আবুল হোসাইন, হাজীগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যন মুজাম্মেল হোসেন পরান, হাজীগঞ্জ উপজেলা উপজেলা জামায়াতের আমীর মাওঃ মীর হোসেন, কচুয়া উপজেলা জামায়াতের আমীর মাওঃ হারুন অর রশিদ, শাহরাস্তি উপজেলা শ্রমীক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওঃ শেখ মিজানুর রহমান প্রমুখ।

শাহরাস্তি করেসপন্ডেন্ট
: : আপডেট, বাংলাদেশ ৮: ১৩ পিএম, ২৬ সেপ্টেম্বর, ২০১৭ মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply