Home / চাঁদপুর / চাঁদপুরে লঞ্চ থেকে আপত্তিকর অবস্থায় ৬ যুবক-যুবতী আটক
চাঁদপুরে লঞ্চ থেকে আপত্তিকর অবস্থায় ৬ যুবক-যুবতী আটক
bty

চাঁদপুরে লঞ্চ থেকে আপত্তিকর অবস্থায় ৬ যুবক-যুবতী আটক

চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ এমভি প্রিন্স আব রাসেল-৩ থেকে আপত্তিকর অবস্থায় ৬ যুবক যুবতীকে আটক করেছে নৌ-পুলিশ। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে আটককৃত যুবক-যুবতীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

এর আগে সোমবার (২৫ সেপ্টেম্বর) ভোররাতে লঞ্চটি ঢাকা থেকে ফিরে চাঁদপুর ঘাটে ভিড়লে চাঁদপুর নৌ-পুলিশ পৃথক ৩টি কেবিন থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলেন- ঢাকা ধানমন্ডি-১২ এর মো. সুমন দেওয়ানের মেয়ে মিথিলা আক্তার (২৩), নেত্রকোনা জেলার ওলিপুর গ্রামের মো. নাজিম উদ্দিনের ছেলে আলী আহম্মেদ (২৫), চাঁদপুর মতলব উপজেলার মৃত আনোয়ার হোসেনের ছেলে ইয়াছিন আরাফাত (২৩), ঢাকা তেজগাঁও কাজী পাড়া এলাকার ১৭ নং গলির মৃত. নাজিম উদ্দিনের মেয়ে নাজিরা খাতুন (১৮), কিশোরগঞ্জ জেলার ওলিয়ারচর এলাকার কবির হোসেনের মেয়ে অকেয়া খাতুন (২৩) ও মাগুরা জেলার দুবাই পাড়া এলাকার আজিজুল হকের ছেলে রাসেল (২৫)।

নৌ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর নৌ থানা পুলিশের ইনচার্জ মোহাম্মদ আবুল হাসেমের নের্তৃত্বে এস আই ইন্দ্রজিৎ দাস, ইয়াকুব ও এ এস আই মেহেদীসহ সংঙ্গিয় ফোর্স ঢাকা থেকে ছেড়ে আসা চাঁদপুর লঞ্চঘাটে অবস্থানরত প্রিন্স আব রাসেল (৩) যাত্রীবাহী লঞ্চে সোমবার ভোর রাত সাড়ে ৪টায় অভিযান পরিচালনা করে।

অভিযানে যাত্রীবাহী লঞ্চের ৩৪৩, ৩৪৪ ও ৩৪৫ নং কেবিন থেকে আপত্তিকর অবস্থায় তাদেরকে আটক করা হয়। পরে আটককৃতদের মঙ্গলবার চাঁদপুর মডেল থানা পুলিশের সহায়তায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

চাঁদপুর নৌ-পুলিশের ইনচার্জ মোহাম্মদ আবুল হাসেম জানায়, ‘আটক ৬ যুবক-যুবতীকে যাত্রীবাহী লঞ্চ থেকে আপত্তিকর অবস্থায় আটক করা হয়।’

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
: : আপডেট, বাংলাদেশ ৮: ০৩ পিএম, ২৬ সেপ্টেম্বর, ২০১৭ মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply