পবিত্র মাহে রমজান, ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে অস্বচ্ছল মানুষের মাঝে মেজর অবঃ রফিকুল ইসলাম, বীর উত্তম, এমপি’র পক্ষে বাংলাদেশ তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন মোল্লার ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (১৭ ই মার্চ) সকালে শাহরাস্তি পৌর ১১ নং ওয়ার্ডের নোয়াগাঁও উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রী প্রদান অনুষ্ঠানে নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহরাব হোসেন সভাপতিত্বে, উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ শহিদ উল্লাহ, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ জাকির হোসেন মুন্সীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আয়োজক সূত্রে জানা আমাদের প্রাণপ্রিয় অভিভাবক শাহরাস্তি- হাজীগঞ্জ উন্নয়নের রূপকার, মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী, শাহরাস্তি-হাজিগঞ্জ নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অবঃ রফিকুল ইসলাম, বীর উত্তম, এমপি মহোদয়ের পক্ষে বড় ইফতার মাহফিল না করে অস্বচ্ছল মানুষের পাশে দাঁড়িয়েছেন মোঃ হেলাল উদ্দিন মোল্লা।
বাংলাদেশ তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন মোল্লা বলেন, পবিত্র রমজান মাসে আওয়ামী লীগ অস্বচ্ছল মানুষের পাশে দাঁড়িয়েছে। দলের সবাইকে মানুষের পাশে দাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই নির্দেশনা অনুযায়ী আমি আমাদের অভিভাবক সংসদ সদস্যের পক্ষে নিজে উপস্থিত থেকে নিজের এলাকার অস্বচ্ছল লোকদেরকে সামান্য কিছু ইফতার সামগ্রী বিতরণ করছি৷ অনুষ্ঠানে ১১নং ওয়ার্ডের উপকারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: মো. জামাল হোসেন, ১৭ মার্চ ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur