চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় সড়ক দুর্ঘটনায় ইন্সুরেন্স কর্মকর্তা মোস্তফা কামাল (৫৫) নিহত হয়। ২৭ জানুয়ারি সোমবার সন্ধ্যায় চাঁদপুর- কুমিল্লা মহাসড়কের এনায়েতপুর- মোহাম্মদপুর সড়কের ধোপল্লা এলাকায় সিএনজি মুখোমুখি সংঘর্ষেে এই দুর্ঘটনা ঘটে।
ওই সময় আরো কয়েকজন আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নেয়। হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি সড়ক দুর্ঘটনার বিষয়টি চাঁদপুর টাইমসকে নিশ্চিত করেন।
নিহত মোস্তফা কামাল হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধব্যপুর ইউনিয়নের মোহাম্মদপুর কামাল বাড়ীর বাসিন্দা। তিনি হাজীগঞ্জ বাজারে গোল্ডেন লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর কমকর্তা ছিলেন।
স্থানীয় বাসিন্দা খালেকুজ্জামান শামীম বলেন, হাজীগঞ্জ বাজার থেকে বাড়ীতে আসার সময় মোস্তফা কামাল দুর্ঘটনার শিকার হয়। হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে কুমিল্লা রেফার করা হয়। কুমিল্লা নেয়ার পথে তিনি মারা যান।
স্পেশাল করেসপন্ডেন্ট, ২৭ জানুয়ারি ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur