Home / চাঁদপুর / চাঁদপুরে স্যার ফজলে হাসান আবেদের স্মরণসভা
স্যার ফজলে হাসান আবেদের

চাঁদপুরে স্যার ফজলে হাসান আবেদের স্মরণসভা

ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে স্মরন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।

তিনি তার বক্তব্যে বলেন, প্রত্যেক মানুষের কিছু নিদিষ্ট স্বপ্ন থাকে। মানুষকে এগিয়ে নিতে নিদিস্ট পথে এগিয়ে যেতে হয়। তেমনি ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ একজন সফল ব্যাক্তি। যার অনুপ্রেরনায় ব্র্যাক আজ সাফল্যের শীর্ষে। দেশকে এগিয়ে নিতে সকলের নিন্তা-চেতনা এগিয়ে নিয়ে যেতে হবে। অর্থনীতি সাফল্যের চাবিকাঠি। ব্র্যাক আপনাদের প্রচেষ্টায় আরো এগিয়ে যাবে এটাই আমার প্রত্যাশা।

জেলা ব্র্যাকের সমন্বয়কারী মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জাহেদ পারভেজ চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, প্রগতি ব্র্যাক ডিবিশনাল ম্যানেজার মো. মারুফ হোসেন।

ব্র্যাক মাইক্রোফিনেন্স আঞ্চলিক ব্যবস্থাপক তারেক হাসানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়নন কর্মসূচির সিনিয়র জেলা ব্যবস্থাপক কালাচাঁদ দাস অসিত, ব্র্যাক এমজেএসকেএস নির্বাহী পরিচালক রেজাকুল হায়দার খোকন, আফজাল হোসেন, হাজীগঞ্জ শাখা ব্যবস্থাপক নাজমা আক্তার, তালতলা শাখা ব্যবস্থাপক মালবিফা রানী আঞ্চলিক প্রগতিসহ জেলার সকল ব্যবস্থাপকহণ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক : শরীফুল ইসলাম, ২৮ জানুযারি ২০২০