চাঁদপুরের শাহরাস্তি সুচিপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ ডিসেম্বর শনিবার সকালে বর্তমান ম্যানেজিং কমিটির সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়।
নব-নির্বাচিত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সংসদ সচিবালয়ের, অতিরিক্ত সচিব খোদেজা আক্তার খানমের সভাপতিতে সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিব উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন রশিদ।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আবু ইউসুফ খান মিলন, মোঃ আলী হোসেন মন্টু, শিক্ষক প্রতিনিধি মোঃ আবুল হাছান, শাহ মোঃ আমজাদ, সংরক্ষিত অভিভাবক সদস্য নিয়তি রানী মজুমদার, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি খালেদা আক্তারসহ অভিভাবক সদস্যবৃন্দ। শিক্ষার মান উন্নয়ন ও বিদ্যালয়ের সার্বিক বিষয়ে সকল শিক্ষকদের নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
প্রতিবেদক: মো. জামাল হোসেন,৩ ডিসেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur