Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে সরকারের সাফল্য এবং উন্নয়নের তথ্য চিত্র প্রদর্শন
সরকারের সাফল্য

শাহরাস্তিতে সরকারের সাফল্য এবং উন্নয়নের তথ্য চিত্র প্রদর্শন

চাঁদপুরের শাহরাস্তিতে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা “মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” বিষয়ক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২ মার্চ বুধবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এটি অনুষ্ঠিত হয়।

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বর্তমান সরকারের সাফল্য এবং উন্নয়নের তথ্য চিত্র প্রদর্শন এবং সরকারি বিভিন্ন দপ্তর মেলার মাধ্যমে স্ব স্ব দপ্তরের উন্নয়ন কর্মকান্ড প্রদর্শন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন- চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজিগঞ্জ) নির্বাচনী আসনের  সংসদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, মু‌ক্তিযু‌দ্ধের জীবন্ত কিংবদন্তী মেজর(অবঃ) রফিকুল ইসলাম,বীর উত্তম।

উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তারের সভাপতিত্বে  উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযুদ্ধা কাজী হুমায়ুন কবির, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ , বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং শাহরাস্তি উপজেলার বি‌ভিন্ন স্থান হ‌তে আগত শ্রেণি-পেশার মানুষজন। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্ট বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন,২ মার্চ ২০২২