Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে যৌতুক ও ডাকাতি মামলায় ২ আসামি গ্রেফতার
যৌতুক

শাহরাস্তিতে যৌতুক ও ডাকাতি মামলায় ২ আসামি গ্রেফতার

চাঁদপুরের শাহরাস্তিতে জিআর ডাকাতি মামলার ১ ও সিআর পরোয়ানাভুক্ত ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার আটককৃতদের পুলিশ এসকর্টের মাধ্যমে চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

থানা সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাত শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেন এর দিক-নিদের্শনায় এএসআই (নিঃ) মোঃ দিদার হোসেন, এএসআই (নিঃ) মোঃ মাঈন উদ্দিন সঙ্গীয় ফোর্স উপজেলার ২ টি স্থানে অভিযান চালায়।

এতে শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিন ইউপির সোনাচৌঁ গ্রামের মমিনের পুত্র আসামি আল আমিনকে আটক করে।

তার বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় একটি ডাকাতি মামলা জিআর-৯১/০৮, এসসি- ২৯৮/২০১৭, নং-১৩, তাং- ২৭/০৮/২০০৮ইং, ধারা-৩৯৫/৩৯৭ রুজু রয়েছে।

উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউপি’র ০৮ নং ওয়ার্ডের নরিংপুর গ্রামের ব্যাপারী বাড়ীর মৃত এরশাদ উল্যা পাটওয়ারী পুত্র জামাল উদ্দিনকে (৩৭) সিআর-১৪০/২৩ইং, ধারা-যৌতুক নিরোধ আইনের ৩ এর আসামী আটক করা হয়।

এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন মামলায় এজাহারভূক্ত আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন, ২২ নভেম্বর ২০২৩