চাঁদপুরের শাহরাস্তি উপজেলার খিলা বাজারস্থ ডাকাতিয়া নদী থেকে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ১১ জানুয়ারি দুপুরে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
খিলাবাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ আনুমানিক ৪৫ বছর বয়সী যুবকের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি ‘
দুপুরে খবর পেয়ে শাহরাস্তির রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের আহম্মদ নগর মাদ্রাসার দক্ষিণ পাশে ডাকাতিয়া নদী থেকে ওই অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়।
শাহরাস্তি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শাহ আলম বলেন,‘সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্ত করার জন্য মর্গে প্রেরণ করা হবে। ’
সিনিয়র করেসপন্ডেন্ট, ১১ জানুযারি ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur