চাঁদপুর শাহরাস্তিতে দুইটি বেকারিতে মোবাইল কোর্টে মাধ্যমে অর্থদণ্ডপ্রদান করা হয়েছে। ২০ জানুয়ারি বুধবার বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা মাধ্যমে এ অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, বিএসটিআই এর অনুমোদন ছাড়া পণ্যের গায়ে বিএসটিআই এর লোগো ব্যবহারের কারণে পৌর শহরের ঠাকুর বাজারের বি.বাড়িয়া বেকারি এবং পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদর্ত্তীনের তারিখ না করার কারণে ও মেহের কালিবাড়ি বাজারের চিটাগাং ভাই ভাই বেকারীতে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার।
মোবাইল কোর্টের মাধ্যমে খাদ্য দ্রব্য নিয়ন্ত্রণ আইনে উক্ত ২টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩০,০০০/( ত্রিশ হাজার টাকা) জরিমানা করা হয়।
মোবাইল কোর্টে সহায়তা করেন বিএসটিআই কুমিল্লা অঞ্চলের পরিদর্শক এবং শাহরাস্তি থানার এসআই সহ সঙ্গীয় পুলিশ ফোর্স।
প্রতিবেদক:মোঃ জামাল হোসেন,২০ জানুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur