চাঁদপুরের শাহরাস্তি পৌরসভা নির্বাচনে শনিবার মেয়র পদে ২ জন, সংরক্ষিত মহিলা আসনে ১১জন ও সাধারণ সদস্য (কাউন্সিলর) পদে ৪৫ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়।
উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মোঃ মোস্তফা কামালকে ধানের শীষ, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হাজী আবদুল লতিফকে নৌকা প্রতীক বরাদ্দ দেয়া হয়।
সংরক্ষিত মহিলা আসনে সংরক্ষিত আসন-১ লুৎফুন নাহার কে আঙ্গুর, হাসিনা বেগমকে কাঁচি, সংরক্ষিত আসন-২ রাবেয়া বসরী বকুলকে কাঁচি, জেসমিন আক্তার জুঁই কে মৌমাছি, রাজিয়া সুলতানাকে হারমোনিয়াম, নাছরিন আক্তার কে পুতুল, সখিনা বেগম কে আঙ্গুর, ,সংরক্ষিত আসন-৩ রাবেয়া বেগম কে কাঁচি, তুহিন আক্তারকে আঙ্গুর, সংরক্ষিত আসন-৪ শাহীন আক্তারকে কাঁচি ও মমতাজ বেগমকে আঙ্গুর প্রতীক বরাদ্দ দেয়া হয়।
সাধারণ কাউন্সিলর পদে , ১নং ওয়ার্ড থেকে-বর্তমান কাউন্সিলর নূর মোহাম্মদ মোল্লা (উটপাখি), মোঃ অহিদুল রহমান (ডালিম), মোঃ শামছুল আলম (ব্ল্যাকবোর্ড)
২নং ওয়ার্ড থেকে বর্তমান কাউন্সিলর মোঃ বাহার উদ্দিন (উটপাখি), গাজী মোঃ ফিরোজ (পাঞ্জাবি), মোঃ আজাদ হোসেনকে (টেবিল ল্যাম্প)।
৩নং ওয়ার্ড থেকে বর্তমান কাউন্সিলর মকবুল আহমেদ (পাঞ্জাবি), মোঃ শাহজাহান (উটপাখি), মো. মোশারেফ হোসেন মুশু (পানির বোতল),
৪নং ওয়ার্ড থেকে মাহবুব আলম (ব্ল্যাকবোর্ড), বর্তমান কাউন্সিলর সাহাবুদ্দিন আলম (পানির বোতল), মহরম আলী (ডালিম), সাফায়েত হোসেন (উটপাখি)।
৫নং ওয়ার্ড থেকে বর্তমান কাউন্সিলর আবুল খায়ের (উটপাখি) আবুল কালাম (পাঞ্জাবি) প্রহল্লাদ চন্দ্র দে পলু (টেবিল ল্যাম্প), রুস্তম আলী (পানির বোতল)।
৬নং ওয়ার্ড থেকে বর্তমান কাউন্সিলর কাজী মোঃ আবদুল কুদ্দুছ রানা (পাঞ্জাবি), মোশারফ হোসেন মিয়াজী (উটপাখি)।
৭নং ওয়ার্ড থেকে বর্তমান কাউন্সিলর আবুল কাশেম (উটপাখি), মনিরুল ইসলাম (টেবিল ল্যাম্প), মোস্তফা কামাল (পাঞ্জাবি), মিজানুর রহমান (ডালিম), মোঃ কামরুজ্জামান সেন্টু (পানির বোতল)।
৮নং ওয়ার্ড থেকে সফিউল্লাহ মিয়াজী (পাঞ্জাবি), মিজানুর রহমান (উটপাখি), মোশারফ হোসেন মিয়াজি (ডালিম)।
৯নং ওয়ার্ড থেকে বর্তমান কাউন্সিলর মিজানুর রহমান মোল্লা (ফাইল কেবিনেট), বিকাশ মজুমদার (পানির বোতল), আলী আজ্জম মোল্লা (টেবিল ল্যাম্প), মোঃ আবুল কালাম মোল্লা (পাঞ্জাবি)।
১০নং ওয়ার্ড থেকে তুষার চৌধুরী রাসেল (পানির বোতল), মোঃ শাহজাহান (উটপাখি), আব্দুল জলিল (পাঞ্জাবি)।
১১নং ওয়ার্ড থেকে মোঃ আবু ইউসুফ (টেবিল ল্যাম্প), নাজির হোসেন পাটোয়ারী (পানির বোতল), মোঃ কামাল হোসেন (উটপাখি), ওহাব আলী (ব্ল্যাকবোর্ড) আবুল কাশেম (ডালিম) জহিরুল হক (পাঞ্জাবি)।
১২নং ওয়ার্ড থেকে আবুল হোসেন (পানির বোতল), মো. মহসিন (ডালিম), মোঃ সাইফুল ইসলাম (টেবিল ল্যাম্প), মাহবুবুর রহমান স্বপন (পাঞ্জাবি) ও মো. কামরুল ইসলাম (ব্ল্যাকবোর্ড) প্রতীক বরাদ্দ দেয়া হয়।
প্রতীক বরাদ্দ করেন, শাহরাস্তি পৌরসভা নির্বাচনের রিটানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আতাউর রহমান ও উপজেলা নির্বাচন কর্মকর্তা নিশাদ পারভিন।
প্রসঙ্গত, আগামী ১৫ ফেব্রুয়ারী শাহরাস্তি পৌরসভা নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এতে ১২টিওয়ার্ডের ২৬ হাজার ৩৮ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোটধিকার প্রয়োগ করবেন।
: আপডেট ১১:৩০ পিএম, ৩০ জানুয়ারি ২০১৬,শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur