Home / উপজেলা সংবাদ / শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের শিক্ষাসফর
শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের শিক্ষাসফর
চাঁদপুর মৎস্য গবেষণা ইন্সটিটিউট নদী কেন্দ্রে অতিথিদের সাথে শিক্ষার্থীরা

শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের শিক্ষাসফর

শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের শিক্ষাসফর, আর সেটি যদি গ্রামের কোনো বিদ্যালয়ের হয়ে থাকে, তাহলে এতে শিক্ষার্থীরা যে কী নির্মল আনন্দ খুঁজে পায় তা দেখা গেলো শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে।

শনিবার (৩০ জানুয়ারি) চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের এ বার্ষিক শিক্ষাসফরটি অনুষ্ঠিত হয়েছে চাঁদপুর মৎস্য গবেষণা ইন্সটিটিউট নদী কেন্দ্রে (ফিসারী) এ শিক্ষাসফর অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এ অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ, মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদী কেন্দ্রের কর্মকর্তা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ম্যানেজিং কমিটি, সুধীজন, শিক্ষক ও বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী অংশ নেন। ১৯৬৪ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর এ প্রথম বিদ্যালয়ের বাইরে এ ধরনের শিক্ষাসফরের আয়োজন করা হলো । এ জন্যে বিশেষ করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা যেনো নির্মল আনন্দ উপভোগ করলো। দিনব্যাপী এ শিক্ষাসফরে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণসহ নানা আয়োজন ছিল। বিকেল সাড়ে ৩টায় ফিসাারী মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদীর সভাপতিত্বে এবং জিলানী চিশতী কলেজের প্রভাষক মোঃ জহিরুল ইসলাম মুরাদের পরিচালনায় এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর-রশিদ, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জি এম শাহীন, চাঁদপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও জেলা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এমএ লতিফ, দৈনিক চাঁদপুর কণ্ঠের বার্তা সম্পাদক ও চাঁদপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক মাওলানা এএইচএম আহসান উল্লাহ|

এছাড়া আরো উপস্থিত ছিলেন উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির তালুকদার, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ প্রমুখ । স্বাগত বক্তব্য রাখেন শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার। উপস্থিত ছিলেন উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোশারফ হোসেন তালুকদার, বেগম সোহেল রুশদী, প্রভাষক মোঃ মানিক মিয়া, কৃষি ব্যাংক কমকর্তা আবু নসুদ মুন্সি, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ সফিক ক্বারী, চাঁদপুর জেলা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক চৌধুরী ইয়াসীন ইকরাম, দৈনিক চাঁদপুর বার্তার সহ-সম্পাদক শেখ আল মামুন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেন, সিনিয়র সহকারী শিক্ষিকা ফাহিমা জাহান, সহকারী শিক্ষক মামুনুর রশিদ, মোহাম্মদ আলী, রাবেয়া বেগম, মোঃ রফিকুল ইসলাম তালুকদার, সহকারী শিক্ষক (কম্পিউটার) লুৎফর রহমান, ধর্মীয় শিক্ষক মাওলানা সহিদুল ইসলাম, সহকারী লাইব্রেরিয়ান আনোয়ার হোসেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ দিদার হোসেন মিজি, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আঃ আজিজ মিজি, দৈনিক ইলশেপাড়ের চীফ ফটোগ্রাফার এসএম সোহেল, স্টাফ রিপোর্টার সজিব খান প্রমুখ ।

: আপডেট ১১:৫০ পিএম, ৩০ জানুয়ারি ২০১৬,শনিবার

ডিএইচ