Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে ভ্রাম্যমাণ আদালতে দেড় লাখ টাকা জরিমানা
ভ্রাম্যমাণ

শাহরাস্তিতে ভ্রাম্যমাণ আদালতে দেড় লাখ টাকা জরিমানা

চাঁদপুরের শাহরাস্তিতে ভ্রাম্যমাণ আদালতে ২ টি হাসপাতাল এবং কৃষি ফসলি জমিনের টপসয়েল কাটার দায়ে ১ লক্ষ ৫০ হাজার টাকা ও অভিযুক্ত একটি প্রতিষ্ঠানকে সিলগালা করে এ দন্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার টামটা উত্তর ইউপির উয়ারুক বাজারে এ দন্ড দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই বাজারের মনির আই কেয়ার সেন্টারকে ৫০ হাজার টাকা দন্ড এবং সিলগালা, একই বাজারের হসপিটাল এন্ড ট্রমা সেন্টারকে ৫০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।

এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসির আরাফাত।

অভিযুক্ত দুটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ও ৫২ ধারায় এ দন্ড প্রদান করা হয়।

এতে প্রোসিকিউটর হিসেবে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিন, সহযোগিতা করেন ডাঃ সারোয়ার (এমওডিসি),নিরাপদ খাদ্য পরিদর্শক ও উপজেলা স্যানেটারী পরিদর্শক মো. ফ্যায়দুল্ল্যাহ মিয়া।

এদিকে উপজেলার সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী মাটির টপ সয়েল কাটার দায়ে একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

ওই সময় উপজেলার সূচিপাড়া উত্তর ইউপির ধামরা এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে কৃষি ফসলী জমি হতে মাটি (টপসয়েল) কাটার অপরাধে অভিযুক্তকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

শাহরাস্তি মডেল থানার সংশ্লিষ্ট পুলিশ অফিসার ও সঙ্গীর ফোর্স এ কাজে সহযোগিতা করেন।

এছাড়া সংশ্লিষ্ট প্রশাসনের তরফ থেকে জানানো হয়, অত্র উপজেলার যেকোনো অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

শাহরাস্তি প্রতিনিধি, ৯ ফেব্রুয়ারি ২০২৪