Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে ব্যবসায়ীর টাকা ছিনতাইকালে জনতার হাতে আটক ১
ব্যবসায়ীর

শাহরাস্তিতে ব্যবসায়ীর টাকা ছিনতাইকালে জনতার হাতে আটক ১

চাঁদপুরের শাহরাস্তিতে ব্যবসায়ীর টাকা ছিনতাই কালে জনতার হাতে আটক হয়েছেন এক ছিনতাইকারী। থানায় অভিযোগ সূত্রে জানা যায় টামটা উত্তর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইছাপুরা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোশারফ হোসেনের ছেলে মোঃ ইউসুফ হোসেন রিয়াদ।

২৭ মার্চ রোববার রাত ১০টায় দোকানের হিসাব নিকাশ শেষ করে বাড়িতে যাওয়ার পথে শিমলা ম্যানেজার বাড়ির সামনে গেলে পূর্বে থেকে উথ পেতে থাকা একদল ছিনতাইকারী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রিয়াদ হোসেনের উপর আক্রমণ করে। এতে রিয়াদ হোসেন গুরুতর আহত হয়ে পড়েন রিয়াদ হোসেন কিছু বুঝে উঠার আগে তার সাথে থাকা দোকানের নগদ ৭০ হাজার টাকা, হাতে থাকা একটি মোবাইল ও একটি টসলাইট ছিনিয়ে নিয়ে যায় এবং তাকে এলোপাতাড়ি মারধর করতে থাকেন।

এতে রিয়াদ হোসেন ডাকাত ডাকাত বলে চিৎকার করতে থাকলে তার চিৎকার শুনে পার্শ্ববর্তী অজি উল্লাহ ছেলে হেদায়েত উল্লাহ ফরহাদ, মমতাজ উদ্দিনের ছেলে কাউছার আহমেদসহ এলাকার লোকজন ছুটে ঘটনাস্থলে দৌড়ে আসলে ওই এলাকার গনি মাস্টার বাড়ি মফিজুল ইসলামের ছেলে মোঃ কবির হোসেন (২২) কে হাতেনাতে আটক করে ফেলে। এবং এলাকাবাসীর উপস্থিতিতে শাহরাস্তি থানা পুলিশকে খবর দিলে, ছিনতাইকারী কবিরকে পুলিশের হাতে সোপর্দ করে দেয়।

আটককৃত কবির হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে ছিনতাইকারী ঘটনার শিকার করে। এবং তার সাথে জড়িত থাকা মিজানুর রহমানের ছেলে মোঃ বাবুল (২৫), মোশারফ হোসেনের ছেলে কামরুজ্জামান প্রকাশ কেনু (২৮), আক্তার হোসেনের ছেলে মনির হোসেন (২৪) সর্ব সাং ইছাপুরা।

এ বিষয়ে গুরতর আহত ইউসুফ হোসেন রিয়াদের পিতা বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোশারফ হোসেন বাদী হয়ে শাহরাস্তি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বাকি আসামিরা পলাতক রয়েছে।

প্রতিবেদক:মো.জামাল হোসেন, ৩০ মার্চ ২০২২