শাহরাস্তিতে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম,এমপি বিভিন্ন ইউনিয়নে ৫টি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য গতকাল দিনব্যাপী এ উন্নয়নমূলক কাজের ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করেন।
৫টি উন্নয়ন উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন লোটরা বাজার দিগধাইর সড়ক উন্নয়ন কাজ, রাগৈ ডাটরা সড়ক উন্নয়ন কাজ, লেফসা জাফরনগর হইতে সূচীপাড়া খেড়িহর সড়ক উন্নয়ন কাজ, চেঙ্গাচল বলশীদ যুগিনগর ভায়া বলশীদ মহিলা মাদ্রাসা সড়ক উন্নয়ন কাজ, দৈকামতা সর্দার বাড়ী ব্রীজ হতে নবাবপুর ফেরী ঘাট ব্রীজ সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে সার্বিক তত্বাবধান ও সমন্বয় করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদ।
বিভিন্ন ইউনিয়নে উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, শাহরাস্তি পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা প্রকৌশলী সৈয়দ মেহেদী হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ তোফায়েল আহমেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, চিতোষী পশ্চিমী ইউপি চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর, টামটা উত্তর ইউপি চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহতাব উদ্দিন হেলাল,
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা রফিক আহমেদ ভূইয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দিদার হোসেন পাটোয়ারীসহ আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ,সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জামাল হোসেন, ১৮ এপ্রিল ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur