চাঁদপুরের শাহরাস্তিতে ৫ বোতল বিদেশি মদ ও ৫শ গ্রাম গাঁজাসহ কুমিল্লার মোঃ জাকির হোসেনকে (২০) আটক করেছে থানা পুলিশ। ২০ জুন সোমবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায় রোববার বিকেলে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল মান্নানের নেতৃত্বে উপ-পরিদর্শক জনি কান্তি দে ও সঙ্গীয় ফোর্স চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বানিয়াচোঁ এলাকায় চেকপোস্ট বসায়। ওই সময় একটি যাত্রীবাহি সিএনজি অটোরিকশায় তল্লাশি করে ৫ বোতল বিদেশি মদ ও ৫শ গ্রাম গাঁজাসহ কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার উত্তর সতানন্দি গ্রামের আঃ খালেকের পুত্র মোঃ জাকির হোসেনকে আটক করে।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রতিবেদক: জামাল হোসেন, ২০ জুন ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur