Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে পূজামন্ডপের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে মতবিনিময়
পূজামন্ডপের

শাহরাস্তিতে পূজামন্ডপের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে মতবিনিময়

শাহরাস্তিতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ২০২২ উদযাপন উপলক্ষে শাহারাস্তি উপজেলার ১৮টি পূজা মন্ডপের সার্বক্ষণিক মনিটরিং ও তদারকির পূজা মন্ডপ সভাপতি-সাধারণ সম্পাদক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে।

২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল চন্দ্র মজুমদারের সঞ্চালনায় এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন পূজা মন্ডপের সভাপতি /সম্পাদক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

আলোচনা সভায় আইন-শৃঙ্খলা বিষয়ে বক্তব্য রাখেন শাহরাস্তি থানার অফিসের ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান, শাহরাস্তি পৌরসভার প্যানেল মেয়র মোঃ শাহাব উদ্দিন, ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন মশু, ডাঃ আব্দুর রাজ্জাক, মোঃ জহিরুল আলম মানিক, জোবায়েদ কবির বাহাদুর, ইঞ্জিনিয়ার আলম বেলাল। এ সময়ে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আমজাদ হোসেন, শাহরাস্তি পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মোঃ মোবারক হোসেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে শাহরাস্তি উপজেলার ১৮টি পূজা মন্ডপের শান্তি শৃঙ্খলা ভাবে পূজা সম্পন্ন করার জন্য বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং সকলের সহযোগিতায় প্রতিমা বিসর্জন পর্যন্ত সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। যাতে করে শাহরাস্তিতে কোন ধরনের অপ্রীতিকর কোন ঘটনা না ঘটে সে বিষয়ে খেয়াল রাখতে হবে।

প্রতিবেদক:জামাল হোসেন, ২২ সেপ্টেম্বর ২০২২