Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে পিতাকে মারধরের দায়ে তিন পুত্রের কারাদণ্ড
শাহরাস্তিতে পিতাকে মারধরের দায়ে তিন পুত্রের কারাদণ্ড
আটক ৩ সহোদর

শাহরাস্তিতে পিতাকে মারধরের দায়ে তিন পুত্রের কারাদণ্ড

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় পিতাকে মারধরের দায়ে ৩ পুত্রকে কারাদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সামিউল মাসুদ তাদের এ সাজা প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার সুরসই এলাকার বিল্লাল হোসেনের ছেলে মো. ওমর ফারুক, মো. সাব্বির হোসেন, মো. ওসমান গণি।

উপজেলা নির্বাহী অফিস ও শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, টামটা উত্তর ইউনিয়নের সুরসই গ্রামের মো. বিল্লাল হোসেনকে তার তিন পুত্র বেদম মারধর করে। এ বিষয়ে তিনি শাহরাস্তি মডেল থানায় অভিযোগ করলে উপপরিদর্শক কামাল উদ্দিন ও সঙ্গীয় ফোর্স বুধবার দুপুরে সুরসই এলাকা থেকে অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে আসে।

এর পর বিকেলে ভ্রাম্যমান আদালতে নিয়ে আসলে স্বাক্ষ্য প্রামাণের ভিত্তিতে তাদের প্রত্যেককে ১ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

শাহরাস্তি করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ১:৫৯ পিএম, ৭ সেপ্টেম্বর ২০১৬, বুধবার
ডিএইচ

Leave a Reply