চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তির বাদিয়ায় বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত হয়েছে।
এতে ২ মোটর সাইকেল আরোহী গুরত্বর আহত হয়ে ঢাকা ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত মোটর সাইকেল চালক ইসমাইল পাটওয়ারী শামীম (২০)।
শাহরাস্তি পৌর সভার পূর্ব উপলতা গ্রামের মৃত সুরুজ পাটওয়ারীর পুত্র। সে শাহরাস্তি পৌর শাখার ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক।
অপর আরোহী নিহতের বড় ভাই সৌদি প্রবাসী মোঃ ইউনুছ পাটওয়ারী সুমন (৩৫) গুরত্বর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অপর আরোহী স্ট্যাটিমেট কোচিং সেন্টারের পরিচালক মোঃ নাছির উদ্দিন (২৪) গুরতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হাজীগঞ্জ থেকে ছেড়ে আসা ভালু ভর্তি ফিকাপ ভ্যানটি বাদিয়া এলাকায় অতিক্রম করার সময় বিপরীত দিক দোয়াভাঙ্গা ছেড়ে আসা ৩ মোটর সাইকেল আরোহীর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মোটর সাইকেল চালক নিহত হয়। অপর ২ আরোহী গুরুতর আহত হয়।
এদিকে দুর্ঘটনার পর স্থানীয় এলাকবাসী ১ ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভ কারীরা বলেন চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের বাদিয়া স্কুলের সামনে প্রায় দুর্ঘটনা ঘটে। তারা ওই স্থানে একটি স্পিডব্রেকার বেকার নিমার্ণের দাবি জানান।
খবর পেয়ে ঘটনাস্থলে শাহরাস্তি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাত ৮ টায় মেহের ডিগ্রি কলেজ মাঠে মরহুমের জানাযা শেষে তার লাশ পারিবারিক কবরের স্থানে দাফন করা হয়। র অকাল মৃতুতে তার পরিবার আত্মীয় স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
: আপডেট, বাংলাদেশ সময় ১১:৩০ পিএম, ২৪ নভেম্বর ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur