Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে পিকাপ-সিএনজি সংঘর্ষে নারী শিশুসহ আহত ৮
chandpur accident

শাহরাস্তিতে পিকাপ-সিএনজি সংঘর্ষে নারী শিশুসহ আহত ৮

চাঁদপুরের শাহরাস্তিতে পিকাপ-সিএনজির সংঘর্ষে নারী ও শিশুসহ ৮ জন গুরত্বর আহত হয়েছেন। বুধবার (২৫ অক্টোবর) দুপুরে দিকে চাঁঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে সুয়াপাড়া এলাকায় ব্রিজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- শাহরাস্তি উপজেলার বিজয়পুর গ্রামের মোঃ আবুল বাশার (৭০), ভোলদিঘী গ্রামের সাদু মিয়ার পুত্র মোঃ মানিক হোসেন (৩৫),উনকিলা গ্রামের হাছানের স্ত্রী হাছিনা বেগম (৩২), দেবিপুর গ্রামের কালু মিয়ার স্ত্রী রৌশন আরা বেগম (৩০), কালু মিয়ার পুত্র জোবায়েদ (৬), হাটপাড় গ্রামের আবুল কালামের পুত্র আল আমিন (২০), উনকিলা গ্রামের হান্নানের পুত্র জাহিদ (১২) ও অজ্ঞাত (৭০)।

শাহরাস্তি থানা উপ-পরিদর্শক মোঃ মিজানুর রহমান জানান, কুমিল্লা থেকে দোয়াভাঙ্গা গ্রামী (ফেনী-ন-১১-০৪৪৬)

ও বিপরীত দিক থেকে অনটেস্ট সিএনজি অটরিক্সা আসছিল। উপজেলার সুয়াপাড়া ব্রিজের পশ্চিম পাশে পিকাপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় স্থানীয়রা আহতের উদ্ধার করে করে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ঘটনার পর ওই রাস্তায় যানবাহন চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

মোঃ মাহবুব আলম
: আপডেট, বাংলাদেশ ১১:১৩ পিএম, ২৫ অক্টোবর, ২০১৭ বুধবার
ডিএইচ

Leave a Reply