চাঁদপুরের শাহরাস্তিতে পানিতে ডুবে মোঃ আরিয়ান নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের মালরা গ্রামের গাজি বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আরিয়ান, ঠাকুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউল হকের ছেলে।
নিহত শিশুর পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার সকালে খেলার ছলে সবার অজান্তে আরিয়ান বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এরই এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসতে দেখে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৯ জুন ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur