চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহার দক্ষিণ ইউনিয়নের মালরা গ্রামে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১২ টায় পানিতে ডুবে ৪ বছর বয়সী শিশুর করুণ মৃত্যু হয়েছে।
শিশুটি ওই গ্রামের মো. শুকুর আলমের মেয়ে মীম আক্তার।
বাসিন্দারা জানায়, ‘বাড়ির অন্যান্য শিশুদের সাথে খেলার ছলে হঠাৎ পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় জাল টেনে খোঁজা খোজির এক পর্যায়ে শিশুটির লাশ পুকুর থেকে উদ্ধার করে।
সন্ধ্যায় ৭ টায় জানাজা শেষে তার লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। শিশুটির অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/Mahbub.jpg” ] প্রতিবেদক- মো. মাহবুব আলম, শাহরাস্তি করেসপন্ডেন্ট [/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur