Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে নানার বাড়িতে বেড়াতে এসে কিশোরের মৃত্যু 
নানার

শাহরাস্তিতে নানার বাড়িতে বেড়াতে এসে কিশোরের মৃত্যু 

চাঁদপুরের শাহরাস্তিতে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে এক কিশোরের করুণ মৃত্যুর খবর পাওয়া যায়।

১১ সেপ্টেম্বর সোমবার বেলা ১২ টার দিকে শাহরাস্তি  উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের খোর্দ্দর ভূঁইয়া বাড়ীতে ঘটেছে। 

নিহত কিশোর খোর্দ্দর ভূঁইয়া বাড়ীর শাহাজান ভূঁইয়ার মেয়ে রোজিনা বেগমের ছেলে রাতুল হোসেন (১২)। 

নিহত কিশোরের মা রোজিনা বেগম বলেন, ঢাকা থেকে আমার ছেলেকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে এসেছি। আমার ছেলে সাতার জানে না। সোমবার সকালে আমাদের বাড়ির পুকুর পাড় দিয়ে হেটে যাওয়ার সময় পানিতে পড়ে যায়। দূর থেকে একজন দেখে ডাক চিৎকার করে ছেলেকে উঠানোর পর তার কোন আলাপ নেই। আমি এখন আমার স্বামীকে কি বলবো বলে হাউমাউ করে কেঁদে ফেলেন।

খোঁজ নিয়ে জানা যায়, নানার বাড়ির কবরের স্থানে নিহত কিশোর রাতুলকে দাফন করার প্রস্তুতি নিচ্ছে স্বজনরা। 

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়,১১ সেপ্টেম্বর ২০২৩