Home / উপজেলা সংবাদ / শাহরাস্তিতে জামায়াতের সেলাই মেশিন বিতরণ
শাহরাস্তিতে জামায়াতের সেলাই মেশিন বিতরণ

শাহরাস্তিতে জামায়াতের সেলাই মেশিন বিতরণ

মো. মাহবুব আলম, শাহরাস্তি (চাঁদপুর) ।   আপডেট: ০৫:৪৮ অপরাহ্ণ, ২৯ জুলাই ২০১৫, শনিবার

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল ১০টায় পৌর জামায়াতের স্থানীয় মিলনায়তনে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলান আবুল হোসাইন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘বাংলাদেশে যে পরিমাণ সম্পদ আছে তা সঠিকভাবে বণ্টন করা হলে এ দেশ থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে। আমাদের সম্পদ সীমিত, দেশের দরিদ্র জনগোষ্ঠীকে প্রশিক্ষণের মাধ্যমে কাজে লাগালে এ দেশ থেকে দারিদ্রতা দূর করা সম্ভব। ক্ষুদ্র একটি সেলাই মেশিন দিয়ে গ্রামের মা-বোনেরা একটি পরিবার স্বচ্ছলতা আনতে পারেন।’

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌর জামায়াতের সভাপতি মাওলানা মিজানুর রহমান, অ্যাড. কাউছার আলম, হাফেজ শাহজালাল, মো. আব্দুল আউয়াল, মো. আবুল বাশার, মো. শুক্কুর আলম মায়াজ, প্রবাসী মো. মাহবুব আলম, মো. জাকির হোসেন প্রমুখ।

উপজেলা ও পৌরসভার ৪০ জন প্রশিক্ষণার্থীর ৩ দিন প্রশিক্ষণ শেষে অতিথিরা সেলাই মেশিন বিতরণ করেন। প্রশিক্ষণ প্রদান করেন ফাহিমা বেগম।

 

 চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কমপ্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি