মো. মাহবুব আলম | আপডেট: ১১:৪০ অপরাহ্ণ, ০২ আগস্ট ২০১৫, রোববার
চাঁদপুর শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের টামটা দক্ষিণপাড়া হিন্দু বাড়ির প্রয়াত সুনিল চন্দ্র সরকারের ছেলে মরণ চন্দ্র সরকার (১৮) জন্মলগ্ন থেকেই প্রতিবন্ধী ছিলো। ক’দিন পূর্বে তার পিতা সুনিল চন্দ্র সরকার পরলোক গমন করলে মরণ চন্দ্র সরকার তার পিতার শ্বশানে গিয়ে বেশিরভাগ সময় অতিবাহিত করতো ।
গত ২৯ জুলাই বিকেল থেকে পরিবারের লোকজন তাকে না পেয়ে খোঁজাখুজি করতে থাকে। পর দিন ৩০ জুলাই সকালে এলাকাবাসী ও পরিবারে লোকজনের সহায়তায় তার বাবার শ্বশানের পাশের পুকুরে জাল দিয়ে তাকে খোঁজাখুজির চেষ্টা করলে তার মৃতদেহ পাওয়া যায়। পরবর্তীতে তার মৃতদেহ সমাহিত করার জন্য পরিবারের সদস্যগণ ঠাকুরের পরামর্শ নিলে ঠাকুর জানায় জলের মরা জলে নিক্ষেপ করতে হয়।
সে মতে পরিবারের সদস্যরা তার মরদেহ ডাকাতিয়া নদীতে বস্তাভরে ফেলে দেয়। ২ আগস্ট তার মরদেহ ভেসে উঠার সংবাদ পেয়ে শাহরাস্তি থানা পুলিশ টামটা বিলে অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে চাঁদপুরে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে।
শাহরাস্তির মডেল থানার এসআই কামাল উদ্দিন বিষয়টি চাঁদপুর টাইমসকে নিশ্চিত করেন।
এ ব্যাপারে শাহরাস্তি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস ডট কম–এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি