চাঁদপুরের শাহরাস্তিতে ছেলের আঘাতে গর্ভধারীনী দুই মা আহত হওয়ার খবর পাওয়া গেছে। ১৩মার্চ শুক্রবার উপজেলার চিতোষী পূর্বইউনিয়নের রায়েরবাগ বরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
থানায় অভিযোগ ও স্থানীয়রা জানায়, রায়েরবাগ গ্রামের ইলিয়াছ মিয়ার ২ স্ত্রী মহিফুলেন্নেছা ও মাজেদা বেগম। মহিফুলেনেছার পুত্র রাসেল (২৬) ও মাজেদা বেগমের পুত্র কিরন (২৮), সুজন (২৪) ও শুভ (২২)। অভিযুক্ত রাসেল, কিরন, শুভ এলাকার মাদকসেবী চুরি ও অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে শাহরাস্তি থানায় একাধিক মামলা রয়েছে। তারা প্রতিনিয়তই মাদক সেবন করে মাতাল হয়ে ঘরে ফিরে মা মহিফুলেন্নেছা ও মাজেদা বেগমকে মারধর করে আসছিল।
বিষয়টি একই বাড়ীর আওয়ামীলীগ নেতা হাবিবুল হক দোলন অবগত হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। থানা পুলিশের সহযোগিতায় ও স্থানীয় কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ ও বিট পুলিশিং নেতৃবৃন্দের মাধ্যমে শুক্রবার রাতে রায়েরবাগ বড়বাড়ীতে এ নিয়ে বৈঠক বসে। বৈঠকে অভিযুক্তরা তাদের দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা ও ভব্যিতে এহেন কর্মকান্ড করবেনা মর্মে মুছলেকা প্রদান করে।
বৈঠকে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান, মেহের ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি অধ্যক্ষ এম এ আউয়াল মজুমদার, চিতোষী পূর্ব ইউনিয়ন কমিউনিটি ও বিট পুলিশিং নেতা আব্দুল আজিজ মানিক, ফারুকুল আলম, সাবেক যুবলীগ নেতা সাহেব আলী, হাবিবুল হক, মোস্তফা হায়দার, আঃ সামাদ, খালেদ মোশারফ, সেন্টু মির্জা ও নিজাম উদ্দিন প্রমুখ।
শাহরাস্তি করেসপন্ডেন্ট, ১৭ মার্চ ২০২০