চাঁদপুরের শাহরাস্তিতে বঙ্গবন্ধু ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মার্চ) বেলা ১২ টায় উপজেলার নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অগ্নি তরুণ ক্রীড়া সংঘের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশিদ এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।
অগ্নি তরুণ ক্রীড়া সংঘের প্রধান উপদেষ্টা মোঃ ইমরান মনিরের সভাপতিত্বে ও সদস্য মোঃ আবুল খায়েরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন শাহরাস্তি পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তোফায়েল আহমেদ ইরান, নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আযাদ হোসেন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মিজানুর রহমান মোল্লা, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ মাহফুজুল কবীর প্রমুখ।
প্রতিবেদক: জামাল হোসেন, ৮ মার্চ ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur