Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে কৃষকদের হাতে কৃষি প্রনোদনা বিতরণ
শাহরাস্তিতে

শাহরাস্তিতে কৃষকদের হাতে কৃষি প্রনোদনা বিতরণ

শাহরাস্তিতে কৃষকদের হাতে কৃষি প্রণোদনা পৌঁছে দিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ আহসান হাবিব। ২০ এপ্রিল সোমবার দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২০২০-২০২১ অর্থবছরের মৌসুমে উফশী আউশ ধান চাষে কৃষকদের প্রণোদনা কর্মসূচির আওতায় অত্র উপজেলার বিভিন্ন ইউনিয়নের আউশ ধান কৃষকদের হাতে কৃষি প্রণোদনা পৌঁছে দিলেন।

উপজেলা কৃষি অফিসার এ সময় তিনি সূচীপাড়া উত্তর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কৃষকদের মাঝে মৌসুমে উফশী আউশ প্রণোদনা তুলে দেন, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রশান্ত কুমার দাস, চিতোষী পূর্ব ইউপির উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ গোলাম, তিনি কৃষকদের উদ্দেশ্যে মৌসুমে উফশী ধান ব্যবহারের দিকনির্দেশনা বক্তব্য দেন।

এছাড়াও বর্তমান শাহরাস্তি উপজেলা বিভিন্ন ইউনিয়নে ইরি-বোরোর বাম্পার ফলন হওয়ায় কৃষকদের কে উৎসাহিত করেন, কয়েকজন কৃষক জানান আমাদের এই ইরি-বোরোর বাম্পার ফলন হওয়ায় উপজেলা কৃষি অফিসারের সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনায় এই প্রতিফলন হয়েছে। আশা করি উপজেলা কৃষি অফিসার আহসান হাবিব সব সময় আমাদের পাশে থেকে আমাদেরকে বিভিন্ন সহযোগিতাও দিকনির্দেশনা দিয়ে আসবেন এই আশা ব্যক্ত করেন

প্রতিবেদক:মোঃ জামাল হোসেন,২০ এপ্রিল ২০২০