Home / সারাদেশ / কুমিল্লায় প্রবাসীকল্যাণ সংঘের উপহার পেলো অসহায়রা
কুমিল্লায় প্রবাসীকল্যাণ

কুমিল্লায় প্রবাসীকল্যাণ সংঘের উপহার পেলো অসহায়রা

কুমিল্লা মুরাদনগর উপজেলার “কালিপুরা প্রবাসীকল্যাণ সংঘ” এর উদ্যোগে মাহে রমজানকে সামনে রেখে করোনা ভাইরাস সংক্রমণ রোধে লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া অসচ্ছল মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
গ্রামের ৭২টি অসচ্ছল পরিবারের মাঝে পৌঁছে দেয়া হয় এসব উপহার সামগ্রী।

প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে রাতের অন্ধকারে এই উপহার সামগ্রী পৌঁছে দেন তাঁরা ।

উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ৭.৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ২ কেজি আলু, ১টি সাবান, আধা কেজি লবন, ১ কেজি ছোলা বুট, ১ কেজি এ্যাংকর ডাল, ১ কেজি কেওড়া বুট ও ১ কেজি পেঁয়াজ।

যাঁদের আর্থিক সহায়তায় এই আয়োজন তাঁরা হচ্ছেন মেহেদী হাসান সেলিম, মো. মাহাবুল হক, মো. রিমন চৌধুরী, মো. ছালাউদ্দিন মুন্সী, মো. সহিন সরকার, মো. হোসেন সরকার, আহছান উল্লাহ মুন্সী, মো. মজনু মিয়া, মো. আবু নাঈম সরকার এই আয়োজনকে সফল করতে অক্লান্ত পরিশ্রম করেন স্থানীয় সফল ওয়ার্ড মেম্বার মো. শাহীন সরকার।

সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান সংগঠনের অন্যতম সদস্য মোঃ শহীন সরকার।

এসময় উপস্থিত ছিলেন শাহীন মেম্বার, আস্কর আলী, হোসেন মুন্সী, হারুন মিয়া,আবদু মিয়া, দুলাল মিয়া, কাদির মিয়া, নজিবুর রহমান(নয়ন), আলী আজহার (ধনু), মোকছেদ, মহসিন, ফারুক, রুপ মিয়া, আবুল মিয়া প্রমুখ।

স্বেচ্ছাসেবক হিসেবে উপস্থিত ছিলেন, নিলয়, ফয়সাল, শাহাবুল, কামরুল, আল আমিন, বাবু, সফিক, আল আমিন, আমান, তারেক, ইয়াছিন।

প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল,২০ এপ্রিল ২০২০