চাঁদপুরের শাহ্রাস্তিতে মোঃ সাইফুল ইসলাম (১৮) নামে এক কলেজ ছাত্র আত্মহনন করেছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার টামটা উত্তর ইউপির পরাণপুর বড় বাড়িতে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের আবদুল বারেকের ছোট পুত্র।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, ওইদিন সাইফুল তার বড় ভাই মিলনের (২৮) সঙ্গে স্থানীয় হোসেনপুর বাজারে স’মিলে কাঠ ভাংগানোর কাজ করেন। রাতে প্রতিদিনের ন্যায় খাবার খেয়ে সকলের সঙ্গে ঘুমাতে যায়। পরে সকালে তার স্বজনরা তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে তার এক স্বজন সাইফুলকে তাদের দালানের ছাঁদ সংলগ্ন গাছের সাথে ঝুলতে দেখে চিৎকার করে। তার চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা জড়ো হয়। এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে তার শিক্ষা প্রতিষ্ঠান রহিমানগর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ তার বাড়িতে ভীড় জমায়।
পরে স্থানীয় ইউপি সদস্য আবু মিয়া সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবহিত করলে থানার উপ-পরিদর্শক (এসআই) সমীর মজুমদার সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরত হাল শেষে চাঁদপুর মর্গে প্রেরণ করেন।
মাহবুব আলম
: আপডেট, বাংলাদেশ সময় ১১:৪৩ পিএম, ১৯ জানুয়ারি ২০১৮, শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur