আসন্ন শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে বুধবার (২০ফেব্রুয়ারি) পর্যন্ত চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
জানা যায়, বিকেল ৫ টা পর্যন্ত চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ১ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, চেয়ারম্যান পদে বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিঃ মোঃ মুকবুল হোসেন পাটওয়ারী (স্বতন্ত্র), সাবেক ছাত্রলীগ নেতা মোঃ খিজির হায়দার, ভাইস চেয়াম্যান পদে বাংলাদেশ তাঁতীলীগ ঢাকা মহানগরী উত্তরের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম মোল্লা।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, আওয়ামীলীগ নেত্রী কামরুন্নাহার ও মোহসেনা আক্তার (স্বতন্ত্র) মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা মোঃ ওবায়েদুর রহমান চাঁদপুর টাইমসকে জানান,‘নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ি মনোয়ন জমা দেয়ার শেষ তারিখ ২৬ ফেব্রুয়ারি,২৮ ফেব্রুয়ারি জমাকৃত মনোনয়ন যাচাই ও ৭ মার্চ পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের সময় দেয়া হয়েছে।’
প্রতিবেদক:মোঃ মাহবুব আলম
২০ ফেব্রুয়ারি,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur