চাঁদপুরের শাহরাস্তি উপজেলা আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ফেব্রুয়ারি সোমবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মান্নান।
উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির, চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মজুমদার, মোঃ রুহুল আমিন, মোঃ জোবায়েদ কবির বাহাদুর, মোঃ জহিরুল আলম ভূঁইয়া মানিক, ওমর ফারুক দর্জি, নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ মাহতাব উদ্দিন আহম্মদ হেলাল, মোঃ মোশারেফ হোসেন মুশু, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ আলম বেলাল, মো: জহিরুল ইসলাম মজুমদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। এসময় আরো বক্তব্য রাখেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ। আলোচনা সভায় উপজেলা আইন শৃংখলা বিষয়ে বিভিন্ন হাট- বাজারে চুরিসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন।
সভায় উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার নব-নির্বাচিত চেয়ারম্যানসহ সকল চেয়ারম্যানগনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। আইন-শৃঙ্খলা সভাশেষে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন, ১৪ ফেব্রুয়ারি ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur