Home / উপজেলা সংবাদ / শাহরাস্তিতে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ
অসহায়দের

শাহরাস্তিতে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

চাঁদপুরের শাহরাস্তিতে পাওয়ার সেলের মহাপরিচালক ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইনের শীতার্তদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

৭ জানুয়ারি শনিবার দুপুরে শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা থ্রি স্টার কমিউনিটি সেন্টারে বুয়েট এ‍্যালামনাই এ‍সোসিয়েশনের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইনের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি /সাধারণ সম্পাদক নিকট ইউনিয়নের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টুর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, বিদ্যুৎ বিভাগ পাওয়ার সেলের মহাপরিচালক ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন। আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম মিয়াজীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, আওয়ামী লীগ নেতা শফিউল আযম স্বপন,জেলা যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক লিটন রায় চৌধুরী,শাহরাস্তি উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মুকবুল চৌধুরী, আওয়ামী লীগ নেতা আলমগীর কবির পলাশ মজুমদারসহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি /সম্পাদক নেতৃবৃন্দ।

এছাড়া ও উপস্থিত ছিলেন সুচীপাড়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন মিয়াজী, টামটা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ জাকির হোসেন, মেহের উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক ডাঃ মাহবুব আলম, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ নিমাই চন্দ্র পাল, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ডাঃ আব্দুর রাজ্জাক, সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ আলম, আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেন সাধু, আলমগীর হায়দার, সাবেক ছাত্র নেতা হোসেন মীর, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইস্কান্দার মিয়া সুমন, শরীফ, ছাত্রলীগ নেতা মাজহারুল ইসলাম বাবলা, সুমন মিয়াজী, সুজন,রাসেলসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিবেদক: জামাল হোসেন, ৭ জানুয়ারি ২০২৩