চাঁদপুর শাহরাস্তিতে পৌর শহরের ৫ নং ওয়াডের উপলতা গ্রামের রাখাল ঠাকুর বাড়ির, সুয়াপাড়া জি,কে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রুপন চক্রবর্তীর ছেলে সিদ্ধার্থ চক্রবর্তী (অর্ক) শাহরাস্তি থেকে হারিয়েছে।
তার বয়স ১৫ বছর,উচ্চতা ৫ ফুট, গায়ের রং-শ্যামলা, মাথার চুল ছোট, অর্ক চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র, দিবা শাখার রোল নং ৪৪।
২৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৭ টার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি কোন সহৃদয় বান ব্যক্তি সন্ধান পান তবে শাহরাস্তির মেহার কালিবাড়ি বাজারে মতি মেডিকেল হল অথবা/নিম্ম নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা গেল।
কোন হৃদয়বান ব্যক্তি যদি তাকে পেয়ে থাকেন অথবা দেখে থাকেন, নিম্নে ঠিকানা যোগাযোগ করে জন্য অনুরোধ করা গেল এবং তাকে পুরস্কৃত করা হবে। মোবাইল নম্বর- ০১৭৬১-৭১০০১৩/০১৭২৭-২৪৯৬৩৯
প্রতিবেদক:মো.জামাল হোসেন,২৭ নভেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur