বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা. দীপু মনি এমপির রোগমুক্তি এবং সুস্থ্যতা কামনায় সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল হেলাল ইনুর আয়োজনে ১৫ ডিসেম্বর মঙ্গলবার বাদ আছর ইউনিয়নের কুমারডুগী খান বাড়ি জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, তাঁর স্বামী বিশিষ্ট আইনজীবী তৌফিক নেওয়াজ, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান এবং কেন্দ্রীয় যুবলীগের সদস্য জাফর ইকবাল মুন্নাসহ অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনা করে দোয়া চেয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন, কুমারডুগী খান বাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কাউছার আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান পাটওয়ারী, সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী, আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান খোকন, শাহালম খান, শাহাদাত মিজি, ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ফারুক মিজি, মুছা তালুকদার, কবীর পাটওয়ারী, মহসীন হাজী, সায়মুন ফরহাদ, ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি উজ্জল খান, সাধারণ সম্পাদক সোহেল হাজী, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম পাটওয়ারী সিফাত, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান মুন্না, জাহিদ হাসান অনু, রবিউল আউয়াল, শাহজালাল পাঠান, সাইফুল ইসলাম মুন্না, আরমান মিজি, সোহেল তাছকিন, রিয়াদ আহমেদ, কামরুজ্জামান মানিকসহ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ ও মুসল্লীগণ।
প্রতিবেদক:আশিক বিন রহিম,১৫ ডিসেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur