বলিউড ও হলিউডের চলচ্চিত্রে চুমু অনেকটাই রুটিন ওয়ার্ক। সে তুলনায় ঢাকাই সিনেমায় চুমুর দৃশ্য খুব একটা দেখা মেলেনা। তাই ‘ধুমকেতু’ সিনেমায় শাকিব পরীমনির চুমুর দৃ্শ্যটি তুমুল আলোচনার জন্ম দিয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়ায় বিভিন্নমহলে সমালোচিত হয়।
আলোচনা কিংবা সমালোচনা যাই হোক দর্শক কিন্তু শাকিব-পরীর রোমান্স দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন। অপেক্ষার অবসান হলো গতকাল। ইউটিউবে প্রকাশ হয়েছে ছবিটির ফাস্ট লুক। টিজারে রোমান্টিক আমেজে হাজির হয়েছেন তারা।
চুমুর দৃশ্যটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আবার সরব। এক মিনিট সতের সেকেন্ডের টিজারটি পুরোটা সময় ছিল শাকিব-পরীর দখলে। প্রেমে পরিপূর্ণ। ছবি আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তানহা তাসনিয়া। কিন্তু টিজারে তার দেখা মেলেনি।
শফিক হাসানের পরিচালনায় সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অমিত হাসান, দিতি, আলীরাজ প্রমুখ।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur