Home / স্বাস্থ্য / শহীদ শেখ জামাল ফ্রি প্লাস্টিক সার্জারি ৩ ও ৪ মে

শহীদ শেখ জামাল ফ্রি প্লাস্টিক সার্জারি ৩ ও ৪ মে

২৮ এপ্রিল ছিল শেখ জামাল এর ৬৯তম জন্মদিবস্ । এ উপলক্ষ্যে জন্মগত মুখমন্ডল বিকৃতি,ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রপচার করা হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে।

বিশ্ববিদ্যালয় প্লাস্টিক সার্জারি ইউনিটের উদ্যোগে ৩ ও ৪ মে দু দিনব্যাপি শহীদ শেখ জামাল ফ্রি প্লাস্টিক সার্জারি কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করছেন উপাচার্য অধ্যাপক ডা.মো.শারফুদ্দিন আহমেদ।

এ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে চলতি মাসের ২৯ ও ৩০ এপ্রিল রোগী বাছাই করা হবে। সেবা নিতে ইচ্ছুক রোগীদের সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত যোগাযোগ করার জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা.মোহাম্মদ হাফিজুর রহমান অনুরোধ জানিয়েছেন।

২৯ এপ্রিল ২০২৩
এজি