২৮ এপ্রিল ছিল শেখ জামাল এর ৬৯তম জন্মদিবস্ । এ উপলক্ষ্যে জন্মগত মুখমন্ডল বিকৃতি,ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রপচার করা হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে।
বিশ্ববিদ্যালয় প্লাস্টিক সার্জারি ইউনিটের উদ্যোগে ৩ ও ৪ মে দু দিনব্যাপি শহীদ শেখ জামাল ফ্রি প্লাস্টিক সার্জারি কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করছেন উপাচার্য অধ্যাপক ডা.মো.শারফুদ্দিন আহমেদ।
এ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে চলতি মাসের ২৯ ও ৩০ এপ্রিল রোগী বাছাই করা হবে। সেবা নিতে ইচ্ছুক রোগীদের সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত যোগাযোগ করার জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা.মোহাম্মদ হাফিজুর রহমান অনুরোধ জানিয়েছেন।
২৯ এপ্রিল ২০২৩
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur