Home / জাতীয় / রাজনীতি / শহীদ বুদ্ধিজীবী দিবসে আওয়ামী লীগের কর্মসূচি
Awami Ligue Logo-2

শহীদ বুদ্ধিজীবী দিবসে আওয়ামী লীগের কর্মসূচি

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। যথাযোগ্য মর্যাদায় দিবস পালন করতে নানা কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগ। ওই দিন সকালে সূর্যোদয়ের সাথে সাথে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে একযোগে কালো পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

আজ শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বুদ্ধিজীবী দিবসের সকাল ৮টা ১০ মিনিটে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করবে দলের কেন্দ্রীয় নেতারা। পরে সকাল ৮টা ৪০ মিনিটে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং রায়ের বাজার বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে।

বিকাল ৩টায় বুদ্ধিজীবীদের স্মরণে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে, যথাযোগ্য মর্যাদায় দেশের সকল বুদ্ধিজীবী দিবস পালন করতে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

একাত্তরে মুক্তিযুদ্ধে শেষ দিকে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর আল বদর, রাজাকার, আল শামস বুদ্ধিজীবীদের নির্বিচারে হত্যা করে। বিজয়ের পর প্রতি বছর দিনটি শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে আসছে।

নিউজ ডেস্ক || আপডেট: ০৪:৪৫ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৫, রোববার

এমআরআর