চাঁদপুরের কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউপির বাতাবাড়িয়া গ্রামের অধিবাসী, অষ্ট্রেলিয়া শাখা আওয়ামীলীগের সাবেক সভাপতি, নূরুল আজাদ কলেজ ও মনপুরা বাতাবাড়িয়া জাফর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি নূরুল আজাদের কুলখানি আজ শনিবার অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে সকাল ৮টায় নূরুল আজাদ কলেজ মাঠে দোয়া মিলাদ মাহফিল ও কুলখানি অনুষ্ঠিত হবে।
গত শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় রাজধানীর বারডেম হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি অকালে মৃত্যু বরণ করেন।
সোমবার বাদ যোহর তিন দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থান তাকে দাফন করা হয়। এদিকে আজ শনিবার অনুষ্ঠিত নূরুল আজাদের কুলখানি অনুষ্ঠানে প্রশাসনিক, রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষকে অনুষ্ঠানে যোগদান করতে মরহুমের জৈষ্ঠ্য পুত্র মো. রুবেল আজাদ বিশেষ ভাবে দাওয়া করেছেন।
: আপডেট, বাংলাদেশ সময় ১০:১০ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৬, শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur