Home / সারাদেশ / কুমিল্লায় নবাব ফয়জুন্নেছা চৌধুরীর ১১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত
marder

কুমিল্লায় নবাব ফয়জুন্নেছা চৌধুরীর ১১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

ভারত উপ-মহাদেশের একমাত্র মহিলা নবাব ও প্রথম মুসলিম মহিলা কবি নবাব ফয়জুন্নেছা চৌধুরীর ১১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে র‌্যালি, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচী পালন করেছে জেলা প্রশাসনসহ অন্যান্য সংগঠন।

জেলা প্রশাসক নেতৃত্বে নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে টাউন হল মাঠে এসে শেষ হয়।

পরে বীর চন্দ্র নগর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক জাহাংগীর আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজিজুর রহমান, জেলা শিক্ষা অফিসার আব্দুল মজিদ, অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল, নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা বেগম, গবেষক এডভোকেট গোলাম ফারুকসহ অন্যান্যরা।

এর আগে বিদ্যালয় প্রাঙ্গনে নবাব ফজুন্নেছার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন ও দেয়ালিকা উন্মোচন করেন জেলা প্রশাসক।

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা
: : আপডেট, বাংলাদেশ ১: ০৩ পিএম, ২৩ সেপ্টেম্বর, ২০১৭ শনিবার
ডিএইচ

Leave a Reply